বাসস দেশ-২৫ : পাবনায় তারাপাশা খাল পুনঃখনন কার্যক্রম শুরু

89

বাসস দেশ-২৫
খাল পুনঃখনন- পাবনা
পাবনায় তারাপাশা খাল পুনঃখনন কার্যক্রম শুরু
পাবনা, ২২ ফেব্রুয়ারি ২০২১ (বাসস): জেলার সদর উপজেলায় আজ তারাপাশা খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।
সরকারের ‘৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোটনদী, খাল ও জলাশয় খনন প্রকল্প’-এর আওতায় সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর বড়ব্রিজ থেকে আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের তারাপাশা স্লুইসগেট পর্যন্ত ১০ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ এ খালটি খননে ব্যয় হবে পৌঁনে তিনকোটি টাকা।
আজ সোমবার বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি প্রধান অতিথি হিসাবে এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন।
জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৩৭/এমকে