সড়ক দুর্ঘটনায় নাটোরে পুলিশ সদস্য ও বগুড়ায় ব্যাংকের ম্যানেজার নিহত

230

নাটোর, ২২ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : আজ পৃথক সড়ক দুর্ঘটনায় নাটোরে এক পুলিশ সদস্য ও বগুড়ায় অপর এক ব্যাংকের ম্যানেজার নিহত হয়েছেন।
বাসস সংবাদদাতাদের পাঠানো সংবাদে জানা যায়-
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন জানান, পুলিশ সদস্য বিষ্ণুপদ পাল আজ সকালে পুলিশ লাইনস্ থেকে বের হয়ে পায়ে হেটে শহরের দিকে আসছিলেন। পথে বড়হরিশপুর শ্মশান গেটের সামনে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় বিষ্ণুপদ সড়কের পাশে গুরুতর আহত হয়ে পড়ে যান। খবর পেয়ে পুলিশ সদস্য সহ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বগুড়ার আদমদীঘিতে ঢাকাগামী বাসের ধাক্কায় সিএনজির যাত্রী গ্রামীণ ব্যাংকের ম্যানেজার শিল্পী বিশ্বাস নিহত হয়েছেন। এসময় নিহতের স্বামী দিপঙ্কর বিশ্বাস এবং সিএনজি চালক শেখ জিয়া হাসান গুরুতর আহত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, আজ ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুর ফায়ার সার্ভিসের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিল্পী বিশ্বাস যশোহর জেলার অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের অপর আহত দিপঙ্কর বিশ্বাসের স্ত্রী। নিহত শিল্পী বিশ্বাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহাট গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার ও তার স্বামী আহত দিপঙ্কর বিশ্বাস একই উপজেলার বুড়িগঞ্জ গ্রামীণ ব্যাংক শাখা ম্যানেজার এবং অপর আহত সিএনজি চালক জিয়া হাসান শিবগঞ্জ উপজেলার মাশিমপুর চালুঞ্জা গ্রামের আজাহার শেখের ছেলে।