জয়পুরহাটে বিপি’র ১৬৪তম জন্ম দিন উদযাপন

288

জয়পুরহাট, ২২ ফেব্রুয়ারি, ২০২১(বাসস) : স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি’র) ১৬৪ তম জন্ম দিন ও স্কাউট দিবস-২০২১ উদযাপন উপলক্ষে রোববার সকাল ১০টায় পরিস্কার পরিচ্ছন্নতা, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচী পালন করা হয়।
জেলা ভবনে বিপি’র জন্ম দিনের কেক কেটে কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা স্কাউট কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইশরাত ফারজানা। বিপির জন্ম ও স্কাউট আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ স্কাউটস বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার ও জয়পুরহাট জেলা স্কাউট সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, জেলা স্কাউটসের সহকারী কমিশনার ( উন্নয়ন) রাজা চৌধুরী, জেলা কাব লিডার হাবিবুর রহমান, সদর উপজেলা স্কাউট কমিশনার দীপক কুমার বনিক, সম্পাদক হাসানুজ্জামান প্রমূখ । প্রত্যেক বিদ্যালয়ে স্কাউট দল গঠনের মাধ্যমে স্কাউটিং কার্যক্রম জোরদার করার প্রতি তাগিদ দেন প্রধান অতিথি। সবশেষে বিপি দিবস উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী কাব স্কাউট, স্কাউট ও গার্ল ইন স্কাউটদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইশরাত ফারজানা।