ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ জকোভিচ

196

সিনসিনাটি, ১৯ আগস্ট ২০১৮ (বাসস) : সিনসিনাটি মার্স্টাস ওপেন টেনিসের ফাইনালে মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও দশম বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ। শেষ চারের লড়াইয়ে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট কাটেন ফেদেরার ও জকোভিচ।
সেমিফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ ছিলেন ১১তম বাছাই বেলজিয়ামের ডেভিড গফিন। প্রথম সেটেই ফেদেরারকে পরীক্ষায় ফেলে দেন গফিন। তবে হাল ছাড়েননি ফেদেরার। তাই সেটটি গড়ায় টাইব্রেকারে। সেখানে জয়ের হাসি হাসেন ফেদেরার। ৭-৬ (৭/৩) গেমে প্রথম সেট জিতে শুভ সূচনা করেন ফেদেরার।
দ্বিতীয় সেট চলাকালীন ঘাড়ের ইনজুরিতে পড়েন গফিন। তাই ১-১ সমতা থাকা অবস্থায় ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন গফিন। ফলে ম্যাচ জিতে নেন ফেদেরার। এই নিয়ে অষ্টমবারের মত সিনসিনাটি ওপেনের ফাইনালে উঠলেন ফেদেরার। আগের সাত ফাইনালের সবক’টিতেই জিতেছিলেন ফেদেরার।
ফাইনালের টিকিট পেতে তিন সেট লড়াই করতে হয়েছে জকোভিচকে। সপ্তম বাছাই ক্রোয়েশিয়ার মারিন চিলিচের বিপক্ষে জয় দিয়ে লড়াই শুরু করেন জকোভিচ। প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন তিনি। তবে পরের সেট ৬-৩ গেমে জিতেন চিলিচ। এতে ম্যাচে সমতা আসে। কিন্তু তৃতীয় সেটে জয় তুলে নিয়ে ঠিকই ফাইনালে নিজের নাম তুলেন জকোভিচ। শেষ সেটটি ৬-৩ গেমে জিতেন জকোভিচ।
আগামীকাল ফেদেরার বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবেন জকোভিচ।