বাংলাদেশের স্বাধীনতার জন্য সব মানুষকে বঙ্গবন্ধু ঐক্যবদ্ধ করেছিলেন : রেলমন্ত্রী

245

পঞ্চগড় , ২১ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : রেলপথমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক লক্ষ্য থেকে একটুও সরে যাননি। বাংলাদেশের স্বাধীনতার জন্য সব মানুষকে বঙ্গবন্ধু ঐক্যবদ্ধ করেছিলেন।
আজ দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সুজন বলেন, আমরা মুক্তিযুদ্ধে দেখেছি এই সাম্প্রদায়িক শক্তি মুক্তিযুদ্ধকে কঠিন করে দিয়েছিলো। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা ও লক্ষ্যের ভিত্তিতে আজ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। আজকের দিনে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো সেই সাম্প্রদায়িক শক্তি মোকাবিলা করা।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলীম খান ওয়ারেসী প্রমুখ।
পরে মন্ত্রী কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।