শীঘ্রই ‘রোটেশন পদ্ধতি’র সুবিধা পাবে ইংল্যান্ড : স্টেইন

243

ডারবান, ২১ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : করোনাভাইরাসের কারনে প্রায় চার মাস বিরতির পর গেল জুলাইয়ে ক্রিকেটকে মাঠে ফেরায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে টেস্ট সিরিজ আয়োজন করে ইসিবি। পুনরায় ক্রিকেটকে মাঠে ফেরানোর পর থেকেই ‘রোটেশন পদ্ধতিতে’তে দল সাজাচ্ছে ইংল্যান্ড। সকল খেলোয়াড়দের ঘুড়িয়ে-ফিরিয়ে খেলাচ্ছে তারা।
ইংল্যান্ডের এমন ‘রোটেশন পলিসি’ ভালো লেগেছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইনের। শীঘ্রই এমন ‘রোটেশন পদ্ধতি’ থেকে ইংল্যান্ড সুবিধা পাবে বলে মনে করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে স্টেইন লিখেন, ‘ইংল্যান্ডের রোটেশন পদ্ধতি ধীরে ধীরে ক্রিকেটারদের শক্তিশালী দলে পরিণত করছে। হয়তো এমন রোটেশন পদ্ধতি অনেকের কাছেই ভালো লাগছে না। কিন্তু আগামী ৮ বছরে আইসিসির ৮ টি টুর্নামেন্ট রয়েছে। তাই ভবিষ্যতে শক্তিশালী দল গঠন করতে মোটেও চিন্তা করতে হবে না ইংল্যান্ডকে।’