বাসস ক্রীড়া-৫ : ভারত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ সরানোর দাবি পিসিবি

113

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-ভারত-পাকিস্তান
ভারত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ সরানোর দাবি পিসিবি
করাচি, ২১ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : চলতি বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ভারতীয় ভিসার লিখিত প্রতিশ্রুতি না পেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরটি চিরপ্রতিন্দ্বন্দি দেশটি থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে করার দাবি তুলেছেন পিসিবির চেয়ারম্যান এহসান মানি।
তিনি বলেন, ‘ভারতের যাবার লিখিত প্রতিশ্রুতি চাই আমরা। আমরা শুধু পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা পাবার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতিই চাইছি না। পাকিস্তানি সাংবাদিক এবং দর্শকদের ভিসা ব্যাপারেও লিখিত নিশ্চয়তা চাই।’
ভারতের ভিসার ব্যাপারে ইতোমধ্যে ক্রিকেটের নিয়ন্ত্রক নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানানো হয়েছে বলে উল্লেখ করেন মানি। তিনি বলেন, ‘আমরা আইসিসিকে জানিয়ে দিয়েছি, মার্চ মাসের মধ্যে ভারতকে এই ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। যদি লিখিত প্রতিশ্রুতি না দেয়, তবে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাবার বিষয়ে আরও কঠোর হবো।’
ভিসার পাশাপাশি সকলের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন মানি। তিনি বলেন, ‘পুরো দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়েও লিখিত নিশ্চয়তা দিতে হবে ভারতকে। দু’দেশের সম্পর্কের কথা মাথায় রেখেই এই নিশ্চয়তা পাওয়া প্রয়োজনীয়।’
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবার কথা রয়েছে।
বাসস/এএমটি/১৮৪৪/স্বব