বাসস দেশ-৪৪ : বিএনপি’র ৯ জন নেতাকর্মী কারাগারে

112

বাসস দেশ-৪৪
বিএনপি নেতা-কারাগার
বিএনপি’র ৯ জন নেতাকর্মী কারাগারে
ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : দু’দিনের রিমান্ড শেষে বিএনপি’র ৯জন নেতাকর্মীকে আজ কারাগারে পাঠানো হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় দু’দিনের রিমান্ড শেষে রোববার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন, মশিউর রহমান, রাকিবুল হাসান, তারিকুল, আবুল হোসেন, সাফায়েত হোসেন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, সালমান হোসেন ও রাসেল।
এদের মধ্যে প্রথম ৫ জন শাহবাগ থানা ও পরের ৪ জন রমনা থানার মামলার আসামি।
এরআগে ১৮ ফেব্রুয়ারি তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল প্রস্তাবের প্রতিবাদে সমাবেশ ডাকে বিএনপি। ওইদিন প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতন্ডা ও সংঘর্ষ হয়। সমাবেশ থেকে বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এই ঘটনায় পুলিশ রমনা ও শাহবাগ থানায় পৃথক মামলা করেন।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮৩৪/এমএবি