বাসস ক্রীড়া-৪ : নবমবারের মত অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন জকোভিচ

111

বাসস ক্রীড়া-৪
টেনিস-অস্ট্রেলিয়ান ওপেন
নবমবারের মত অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন জকোভিচ
মেলবোর্র্ন, ২১ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : নবমবারের মত অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককে চ্যাম্পিয়ন হলেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ।
আজ মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে জকোভিচ ৭-৫, ৬-২ ও ৬-২ গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভকে।
অস্ট্রেলিয়ান ওপেন নবম হলেও সবমিলিয়ে ১৮তম গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন জকোভিচ। তার সামনে আছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও স্পেনের রাফায়েল নাদাল। দু’জনই ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জয় করে যৌথভাবে শীর্ষে আছেন তারা।
তবে জকোভিচের চেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা কেউই ঘরে তুলতে পারেননি। শিরোপা হাতে নিয়ে জকোভিচ বলেন, ‘তৃতীয় রাউন্ড থেকে শারীরিকভাবে ফিট ছিলাম না। তবে হাল ছাড়িনি। আত্মবিশ্বাস ছিলো সাফল্য পাবো। সেমিফাইনাল থেকে শারীরিকভাবে কোন সমস্যা হয়নি। ফাইনালেও বেশ স্বাচ্ছেন্দ্যে খেলেছি। নবমবারের মত শিরোপা জিতে আমি অনেক আনন্দিত।’
শিরোপা জয়ে টেনিস র‌্যাংকিংএ শীর্ষস্থান ধরে অক্ষুন্ন রাখলেন জকোভিচ।
বাসস/এএমটি/১৮৩২/স্বব