বাসস ক্রীড়া-৩ : শ্রীলংকায় ক্রিকেট ডিরেক্টর হিসেবে যোগ দিলেন মুডি

100

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-মুডি
শ্রীলংকায় ক্রিকেট ডিরেক্টর হিসেবে যোগ দিলেন মুডি
কলম্বো, ২১ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : শ্রীলংকা ক্রিকেট বোর্ডে (এসএলসি) ডিরেক্টর হিসেবে যোগ দিলেন দেশটি জাতীয় দলের সাবেক অধিনায়ক অস্ট্রেলিয়ার টম মুডি।
এসএলসির সাথে বছরে ১৮০ দিন কাজ করার চুক্তি করেছেন মুডি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। তাই আইপিএলে কোচিং করানোর জন্য ১৮০ দিন বেছে নেন মুডি।
মুডির ডিরেক্টর পদের আওতায় থাকবেন কোচিং স্টাফ, ঘরোয়া টুর্নামেন্ট, উদীয়মান দল, বয়স ভিত্তিক দল, এবং ক্রিকেটারদের ফিটনেস ইস্যু। মুডির আওতাধীন থাকবেন প্রধান কোচ মিকি আর্থার এবং হেড অফ কোচিং জেরমি জয়ারতেœও।
মুডির কোচিংএ ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিলো শ্রীলংকা। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স-আপ হতে হয় তাদের। ২০০৭ সালের পর আবারো এসএলসি ক্রিকেটে দেখা যাবে মুডিকে।
শুধুমাত্র বিশ্বকাপেই নয়, দ্বিপাক্ষীক সিরিজেও শ্রীলংকা অনেক সাফল্য এনে দিয়েছেন ২০০৫ দায়িত্ব নেয়া মুডি। ইংল্যান্ডকে ওয়ানডেতে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশের রেকর্ডর আছে মুডির কোচিংএ।
বাসস/এএমটি/১৮৩০/স্বব