বাসস দেশ-৩৫ : বিশ্বের সব জাতি বাংলা ভাষাকে সম্মান করে : এমপি কাজী নাবিল

91

বাসস দেশ-৩৫
একুশে-নাবিল
বিশ্বের সব জাতি বাংলা ভাষাকে সম্মান করে : এমপি কাজী নাবিল
যশোর, ২১ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, বাঙালি জাতি রক্তের বিনিময়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছে। বাংলা ভাষার মূল্য অনেক। তাই বিশ্বের সব জাতি বাংলা ভাষাকে সম্মান করে। ভাষার জন্য রফিক, সালাম, জব্বার ও বরকতসহ যেসব শহীদেরা রক্ত দিয়েছেন তাদের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। রক্ত দিয়ে তারা নিজের মায়ের ভাষা প্রতিষ্ঠিত করেছেন। দেশ যতদিন থাকবে, ভাষা শহীদেরা ততদিন বেঁচে থাকবেন।
যশোর সরকারি মহিলা কলেজে ভাষা দিবসের আলোচনা সভা, শহীদ মিনারের উদ্বোধন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রশিদ ও শিক্ষক পরিষদের সম্পাদক হুমায়ুন কবির ও অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর মর্জিনা আক্তার।
এরপর কাজী নাবিল আহমেদ শহরের কারবালা কবরস্থানে সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর কবর জিয়ারত করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৪০/-কেজিএ