মাগুরায় শহীদ দিবস পালিত

169

মাগুরা, ২১ ফেব্রুয়ারি, ২০২১(বাসস) : যথাযোগ্য মর্যাদায় মাগুরায় আজ রোববার শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে সর্বপ্রথম পুস্পস্তবক অর্পণ করেন হাইকোর্ট আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেন হায়দার ও হাইকোর্টের বিচারপতি খায়রুল আলম, সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।
এছাড়া জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সহযোগী সংগঠন সমূহ, মাগুরা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল সাতটায় জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি প্রভাতফেরী শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।