রাঙ্গামাটিতে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

331

রাঙ্গামাটি, ২১ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাঙ্গামাটিতে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়।
রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক এ,কে,এম মামনুর রশীদ, পুলিশ সুপার মীর মোদ্্দাছ্ছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষে ড. প্রকাশ কান্তি চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, বীর মুক্তিযোদ্ধা ও পরিষদের সদস্যবর্গ, রাঙ্গামাটি পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ করেন।
এ সময় শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণের সাথে-সাথে নেতৃবৃন্দরা মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদের আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন।