বাসস দেশ-৫ : জয়পুরহাটে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

133

বাসস দেশ-৫
একুশে-জয়পুরহাট
জয়পুরহাটে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
জয়পুরহাট, ২১ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জেলায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়।
জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, জাসদ, বাসদ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্র ইউনিয়ন, জয়পুরহাট প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করতে দেখা যায়।
বাসস/এনডি/সংবাদদাতা/০৯৪৫/কেজিএ