বাসস দেশ-৫৪ : রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার

277

বাসস দেশ-৫৪
ডাকাত-গ্রফতার-
রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার
ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : রাজধানীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, মোর্শেদ ওরফে হাড্ডি মোর্শেদ, জাহিদ শেখ, আরমান হোসেন, কবির হোসেন মনা ও রাসেল।
গ্রেফতারকৃতদের কাছ থেকে লুন্ঠিত ১টি বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকার, লুন্ঠিত স্বর্ণ বিক্রির ১৮ লাখ টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত গ্রীল কাটার যন্ত্রপাতি, চাপাতি, চাকু ও রেঞ্চ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
তিনি জানান, গ্রেফতারকৃতরা বাসার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে সবাইকে হাত পা বেঁধে ডাকাতি করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
গত বছরের ২০ অক্টোবর হাতিরঝিল থানা এলাকার বিশাল সেন্টার সংলগ্ন একটি বাসায় এবং ৮ ডিসেম্বর মিরেরবাগ এলাকার একটি বাসায় গ্রীল কেটে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় লাইসেন্সকৃত বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকারসহ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় হাতিরঝিল থানায় পৃথক মামলা হয়।
বাসস/সবি/এমএমবি/২০২৫/-অমি