বাসস দেশ-৪৫ : শেরপুরে পিআইবি’র অনুসন্ধানমুলক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত

128

বাসস দেশ-৪৫
পিআইবি-রিপোর্টিং প্রশিক্ষণ
শেরপুরে পিআইবি’র অনুসন্ধানমুলক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত
শেরপুর, ২০ ফেব্রুয়ারি ২০২১ (বাসস): জেলায় আজ সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিন ব্যাপি প্রশিক্ষন শেষ হয়েছে।
আজ শনিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক প্রশিক্ষণগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সমন্বয়কারি শাহ আলম সৈকত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
এরআগে, গত বৃহস্পতিবার পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ তিনদিন ব্যাপি এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৩৫/-এমকে