বাসস দেশ-৩৬ : অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

97

বাসস দেশ-৩৬
জাপা-শোক
অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে জাতীয় পার্টির শোক
ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : দেশের শক্তিমান অভিনেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের এমপি ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরিফা কাদের ও সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ। আজ এক শোকবার্তায় পাার্টির পক্ষ থেকে নেতৃবৃন্দ এই শোক ও দুঃখ প্রকাশ করেন।
শোক বার্তায় প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ষাটের দশক থেকে অনবদ্য অভিনয়ে এটিএম শামসুজ্জামান আনন্দ দিয়েছেন দর্শকদের। বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে অসামান্য দক্ষতা ছিলো তাঁর। চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চে এটিএম শামসুজ্জামান ছিলেন অনবদ্য। এটিএম শামসুজ্জামান-এর মৃত্যুতে সাংস্কৃতিক কর্মীরা এক অকৃত্রিম অভিভাবককে হারালো।
বাসস/সবি/এমএআর/কেএমকে