বাসস দেশ-৩৪ : দেশবরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে ডিএসসিসি মেয়র তাপসের শোক

90

বাসস দেশ-৩৪
শামসুজ্জামান-মৃত্যু-শোক
দেশবরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে ডিএসসিসি মেয়র তাপসের শোক
ঢাকা,২০ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস): একুশে পদকপ্রাপ্ত, দেশবরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র বলেন, এটিএম শামসুজ্জামান বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে পুরোধা ব্যক্তিত্ব। অভিনয়ের জোরেই ব্যক্তি এটিএম শামসুজ্জামান ধীরে ধীরে নিজেকে এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত করছেন। তাঁর চলে যাওয়া বাঙালি সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, এটিএম শামসুজ্জামান তাঁর দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে অভিনয়শৈলীর সুনিপুণ স্বাক্ষর রেখেছেন। তাঁর সৃজনশীল সৃষ্টিকর্মের মাঝে তিনি এদেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/এমএমবি/১৮৩০/-কেকে