দাউদকান্দিতে তিন দিনব্যাপি বই মেলা শুরু

333

কুমিল্লা (দক্ষিণ), ২০ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলার দাউদকান্দিতে তিন দিনব্যাপি বই মেলা শুরু হয়েছে। ভাষার মাস উপলক্ষে শুরু হওয়া মেলাটি চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। উপজেলার গৌরীপুর পুলিশ ফাঁড়ির সামনে এ মেলার আয়োজন করেছেন শহীদ জননী জাহানারা ইমাম পাঠাগার ও ভাষা মতিন রক্তজবা সংগঠন।
গৌরীপুর আলোকিত সমাজ সংস্থা নামে সংগঠনের পরিচালনায় মেলার উদ্বোধন করেন দাউদকান্দি রোটারী ক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দির সাহিত্য সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংগঠন সৃষ্টির সাধারণ সম্পাদক মোঃ এখলাস মুন্সি, কামরুল ইসলাম, আলী আশরাফ প্রমুখ। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া মেলার দ্বিতীয় দিন চলছে আজ শনিবার ।
আলোকিত সমাজ সংস্থা সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক বাসসকে বলেন, আমাদের সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এ বই মেলার আয়োজন। ২০১১ সাল থেকে প্রতি বছর ভাষার মাসে এ মেলার আয়োজন করে হয়।