বাসস দেশ-১৪ : ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ বি এম মাহমুদের মৃত্যুতে উপাচার্যের শোক

95

বাসস দেশ-১৪
ঢাবি-শোক
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ বি এম মাহমুদের মৃত্যুতে উপাচার্যের শোক
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ বি এম মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আজ শুক্রবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, এ বি এম মাহমুদ ছিলেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ। তিনি ব্রিটিশ-ভারতের ইতিহাস বিশেষজ্ঞ ও আমেরিকান ইতিহাসের পন্ডিত ছিলেন।
উপাচার্য বলেন, সৎ, নিষ্ঠাবান, নিবেদিত প্রাণ, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার এই গুণী শিক্ষক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারে সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, অধ্যাপক হিসেবে শিক্ষা প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
অধ্যাপক ড. এ বি এম মাহমুদ বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বাসস/সবি/এসএস/১৬৪০/এএএ