বগুড়ায় ‘’বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন’’ দৌড় অনুষ্ঠিত

418

বগুড়া, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘’বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন’’ অনুষ্ঠিত হয়েছে। ১১ পদাতিক ডিভিশন, বগুড়া এরিয়ার আয়োজনে এবং বগুড়া সদর উপজেলার ব্যবস্থাপনায় এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০ টায় বগুড়া জিলা স্কুলের সামনে থেকে সদর উপজেলা (৫ কিলোমিটার) পর্যন্ত দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রায় ৪ সহস্রাধিক জনতা মুজিব ডিজিটাল ম্যারাথন দৌড়ে রেজিষ্ট্রেশন করেন বলে জানান বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান।
জিলা স্কুল চত্বরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, ১১ পদাতিক ডিভিশনের প্রতিনিধি লে: কর্ণেল মো: রায়হানুল রশীদ চৌধুরী পিএসসি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, বীর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুর আমিন সদর কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু।দৌড় প্রতিযোগিতা শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়।