যশোরে ১১তম দিনে সর্বোচ্চ করোনা টিকাগ্রহণ করেছেন ৫ হাজার ২২২ জন

232

যশোর, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় গতকাল ১১তম দিনটি ছিলো করোনা টিকাগ্রহণের সংখ্যা সর্বোচ্চ। এ দিন টিকাগ্রহণ করেছেন ৫ হাজার ২২২ জন। এ নিয়ে জেলায় টিকাগ্রহণের সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ৭২১। এছাড়া রেজিস্ট্রেশন করেছেন ৪৮ হাজার ৬৯৮ জন।
গতকাল রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ১১তম দিনে করোনার টিকাগ্রহণ করেছেন ৫ হাজার ২২২ জন। তাদের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১ হাজর ৬৪৫ জন, মেডিকেল কলেজে ২৭৯ জন, সামরিক হাসপাতালে ১১০ জন, পুলিশ হাসপাতালে ৩৭০ জন, বিমান বাহিনী হাসপাতালে ৩৬ জন, অভয়নগর উপজেলায় ৩৭০ জন, বাঘারপাড়া উপজেলায় ১৪০ জন, চৌগাছা উপজেলায় ২১০ জন, ঝিকরগাছা উপজেলায় ৪৫৩ জন, কেশবপুর উপজেলায় ৪০০ জন, মণিরামপুর উপজেলায় ৮৪৯ জন এবং শার্শা উপজেলায় ৩৬০ জন রয়েছেন। আর আগের দিন এছাড়া দশম দিনে টিকা নিয়েছিলেন চার হাজার ৩৫৮ জন।
জানা যায়, করোনা টিকা গ্রহণের জন্য যশোরে এখনো পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন ৪৮ হাজার ৬৯৮ জন। তাদের মধ্যে যশোর সদর উপজেলায় ২৩ হাজর ৬৫১ জন, অভয়নগর উপজেলায় তিন হাজার ৭০৯ জন, বাঘারপাড়া উপজেলায় দুই হাজার ৫১৬ জন, চৌগাছা উপজেলায় দুই হাজার ১৮৬ জন, ঝিকরগাছা উপজেলায় তিন হাজার ৮৮৮ জন, কেশবপুর উপজেলায় তিন হাজার ১৯৭ জন, মণিরামপুর উপজেলায় চার হাজার ৫৯১ জন এবং শার্শা উপজেলায় চার হাজার ৯৬০ জন রয়েছেন।