বাসস দেশ-৪৯ : জাতীয় পার্টি কারো দয়ায় রাজনীতি করে না : জি.এম.কাদের

152

বাসস দেশ-৪৯
জাপা-কাদের- যৌথ সভা
জাতীয় পার্টি কারো দয়ায় রাজনীতি করে না : জি.এম.কাদের
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, জাতীয় পার্টি কারো দয়ায় রাজনীতি করে না।
কাদের বলেন, দেশ ও মানুষের অধিকার প্রশ্নে জাতীয় পার্টি কখনোই আপোস করে না। আজ দুপুরে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক যৌথ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ এসব কথা বলেন।
জি.এম.কাদের বলেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে মাঠে আছে। নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি এখন একটা দুর্বল রাজনৈতিক দল। জাতীয় পার্টি দীর্ঘসময় রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার কারণে দুর্বল হয়েছে। তবে এখন রাজনীতির মাঠে জাতীয় পার্টিকে ঘুরে দাঁড়াতে হবে। জাতীয় পার্টি গণমানুষের স্বার্থ রক্ষায় রাজনীতি করছে।
সভায় অরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এডভোকেট সালমা ইসলাম এমপি, সাহিদুর রহমান টেপা, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া ও শেরিফা কাদের প্রমুখ।
বাসস/সবি/এমএআর/২১১৫/অমি