বাসস ক্রীড়া-১৪ : আইপিএলের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ দামী খেলোয়াড় মরিস

155

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-আইপিএল
আইপিএলের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ দামী খেলোয়াড় মরিস
চেন্নাই, ১৮ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস।
চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ১৪তম আসরের নিলামে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে মরিসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তার ভিত্তিমূল্য ছিলো ৭৫ লাখ রুপি।
মরিসের আগে আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার যুবরাজ সিং। ২০১৫ সালে ১৬ কোটি রুপিতে যুবরাজকে দলে নিয়েছিলো দিল্লি ডেয়ারডেভিলস।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে এর আগে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার ছিলেন প্যাট কামিন্স। গত বছর ১৫ কোটি ৫০ লাখ রুপিতে কামিন্সকে কিনেছিলো কলকাতা নাইট রাইডার্স।
নিলামের শুরুতে সর্বোচ্চ দামে বিক্রির আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ১৪ কোটি রুপি ২৫ লাখে ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
বাসস/এএমটি/১৯৩৪/স্বব