বাসস ক্রীড়া-১১ : ভ্যাকসিন নিয়েছেন জাতীয় ক্রিকেটার ও কোচিং স্টাফ

99

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-ভ্যাকসিন
ভ্যাকসিন নিয়েছেন জাতীয় ক্রিকেটার ও কোচিং স্টাফ
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : আজ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার ও কোচিং স্টাফ।
আসন্ন নিউজিল্যান্ড সফরে যেসব ক্রিকেটারের থাকার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্ববধানে সেসব খেলোয়াড়কেই ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়েছে।
ক্রিকেটারদের ভ্যাকসিন চলাকালীন উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘যাদের নিউজিল্যান্ড সফরে যাবার সম্ভাবনা রয়েছে এবং কোচিং স্টাফ আজ ভ্যাকসিন নিয়েছেন।’
তিনি আরও যোগ করে বলেন, ‘আমি এখন পর্যন্ত সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজকে ভ্যাকসিন নিতে দেখেছি। আরও কিছু খেলোয়াড় ভ্যাকসিন গ্রহণ করবে। আমাদের ডিরেক্টর জালাল ইউনুস ইতোমধ্যে ভ্যাকসিন নিয়েছেন, দলের সাথে সফরে যাবেন তিনি। কোচিং স্টাফকে নিয়ে কিছু সমস্যা হয়েছে, কারন বাংলাদেশে তাদের জাতীয় পরিচয় পত্র নেই। কিন্তু তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে সরকার।’
ক্রিকেটারদের প্রথম ভ্যাকসিন নেন সৌম্য সরকার। বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল বলেন, ‘আমি মনে করি, ভ্যাকসিন সর্ম্পকে ভয় কমে যাবে যদি, এটির উপকারিতা সর্ম্পকে জানা যায়। আমিও যে ভয় পেয়েছিলাম, তা অস্বীকার করবো না।’
তিনি আরও বলেন, ‘প্রথমদিকে নিশ্চিত ছিলাম না, এটি গ্রহণ করবো না-কি না। কিন্তু বিসিবির সাথে কথা বলার পর ও অনেকেই পরামর্শ দিয়েছিলো, কিছু স্বাভাবিক লক্ষণ হতে পারে, তাই আমার কাছে মনে হয়েছিলো আমি এটি নিতে পারি।’
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেছেন, নিউজিল্যান্ড সফরের আগে ক্রিকেটারদের টিকা নেয়া বাধ্যতামূলক নয় এবং যারা পরে নিতে চান, বোর্ড তাদের জন্য ব্যবস্থা করবে।
আগামী মাসে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।
বাসস/এএমটি/১৯২০/স্বব