বাসস দেশ-৫৪ : ২২ ফেব্রুয়ারি পলিটেকনিক শিক্ষার্থীদের হোস্টেল খুলে দেয়ার নির্দেশ

226

বাসস দেশ-৫৪
পলিটেকনিক-হোস্টেল
২২ ফেব্রুয়ারি পলিটেকনিক শিক্ষার্থীদের হোস্টেল খুলে দেয়ার নির্দেশ
ঢাকা, ১৭, ফেব্রুয়ারি ২০২১ (বাসস): আগামী ২২ ফেব্রুয়ারি পরীক্ষায় অংশ নিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছাত্রবাস ও ছাত্রীনিবাস খুলে দিতে নির্দেশ দেয়া হয়েছে।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বোচ্চ ৬০ শতাংশ শিক্ষার্থী ছাত্রবাস ও ছাত্রীনিবাসে অবস্থান করতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে ছাত্রবাস ও ছাত্রীনিবাসে অবস্থান নেয়া, খাওয়া-দাওয়া করা এবং পরীক্ষায় অংশ গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।
স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
এতে জানানো হয়, আগামী ২২ ফেব্রুয়ারি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ট ও ৮ম পর্ব অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষায় অংশ নিতে ছাত্রবাস ও ছাত্রীনিবাস খুলে দেয়া হবে। পলিটেকনিকগুলোর শিক্ষার্থীদের ছাত্রবাস ও ছাত্রীনিবাসে অবস্থান নেয়াসহ পরীক্ষা অনুষ্ঠানের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আরেকটি কমিটি গঠন করবে। প্রতিষ্ঠানের মনিটরিং কমিটি এবং কেন্দ্রীয়ভাবে গঠন করা কমিটি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পরীবিক্ষণ করবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মনিটরিং কমিটিগুলো তিনবেলা শিক্ষার্থীদের পরীবিক্ষণ করে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করবে। পলিটেকনিগুলো স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থা করবে।
এর আগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে ছাত্রাবাস ও ছাত্রী নিবাস খুলে দেয়ার নির্দেশনা চায়।
এতে বলা হয়, ‘কারিগরি শিক্ষা অধিদফতরের আওতাধীন ৩৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে ২৫টি পলিটেকনিকের ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের ব্যবস্থা রয়েছে। কোভিড-১৯ মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২৫টি ছাত্রাবাস ও ছাত্রীনিবাস বন্ধ ঘোষণা করা হয়। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষা চলাকালে আবাসিক ছাত্রছাত্রীদের ছাত্রাবাস ও ছাত্রী নিবাসে থাকার জন্য খুলে দিতে নির্দেশনা দেয়ার জন্য অনুরোধ করা হলো। ‘
এর পরিপ্রেক্ষিতে দ্রুত ছাত্রবাস ও ছাত্রীনিবাস খুলে দিতে নির্দশনা দেয়া হয়। একইসঙ্গে স্বাস্থ্যবিধি ও সামজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেয়া হয়।
বাসস/ সবি/এসএস/২৩৫০/এবিএইচ