বাসস দেশ-৪৪ : প্রথম ধাপে ৩২৩ ইউপিতে ভোটগ্রহণ ১১ এপ্রিল

179

বাসস দেশ-৪৪
ইউপি-নির্বাচন
প্রথম ধাপে ৩২৩ ইউপিতে ভোটগ্রহণ ১১ এপ্রিল
ঢাকা, ১৭ ফেব্রয়ারি, ২০২১ (বাসস): প্রথম ধাপে ৩২৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) ১১ এপ্রিল ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মার্চের প্রথম সপ্তাহে এসব ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
আজ সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ কথা জানান। একই দিনে ৯টি পৌরসভায়ও ভোটগ্রহণ করা হবে বলে তিনি জানান।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘দেশের ২০ জেলার ৬৩ উপজেলায় ৩২৩ ইউপিতে ১১ এপ্রিল ভোট গ্রহন করা হবে। দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপির মধ্যে কয়েক ধাপে ভোট হবে। প্রথম ধাপে ৪১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে। ৯টি পৌরসভায়ও ইভিএম এ ভোটগ্রহণ করা হবে। ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস বিবেচনায় নিয়ে এসব ইউপি বাছাই করা হবে।’
ইউপি নির্বাচনকে সামনে রেখে ইসি সচিব বলেন, ‘কমিশনের লক্ষ্য একটাই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট করা। এ জন্য সব ধরনের পদক্ষেপ থাকবে।’
বাসস/এএসজি/এমএসএইচ/২০৪৫/-শআ