বাসস দেশ-৪১ : হবিগঞ্জের লাখাইয়ে ৮টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

155

বাসস দেশ-৪১
বিদ্যালয় ভবন-হবিগঞ্জ
হবিগঞ্জের লাখাইয়ে ৮টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
হবিগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস): জেলায় আজ লাখাই উপজেলায় আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মোট ছয়কোটি চারলাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট এবং দ্বিতীয়তলা পর্যন্ত সম্পন্ন এ ভবনগুলোর নির্মানকাজ বাস্তবায়ন করেছে।
আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নবনির্মিত আটটি বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস-চেয়ারম্যান আলেয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৭৯ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে উপজেলার মনতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৩ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে পূর্ব ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এককোটি পাঁচলাখ টাকা ব্যয়ে ভাদিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৩ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে আব্দুর রহিম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৬ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৯ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে মুসলিমিয়া ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৮ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে লখনাউক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৮৭লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে মোড়াকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ভবনগুলো নির্মাণ করেছে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০১৫/-এমকে