শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায়ে গোপালগঞ্জে আনন্দ-মিছিল ও মিষ্টি বিতরণ

534

গোপালগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (বাসস): জেলার কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদন্ড প্রাপ্ত ১০আসামির ফাঁসির আদেশ হাইকোর্টে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন জেলার সাধারন মানুষ। এ মামলার রায় দ্রুত কার্যকর করার দাবী জানিয়েছেন গোপালগঞ্জবাসী।
এদিকে, ২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলায় দ্রুতবিচার ট্রাইব্যুনালে মৃত্যুদন্ড প্রাপ্ত ১০ আসামির সাজা হাইকোর্ট বহাল রাখায় কোটালীপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
আজ বুধবার হাইকোর্টের রায় ঘোষনার সঙ্গে সঙ্গে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে একটি আনন্দ-মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে একটি পথসভায় মিলিত হয়।
এ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা, হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে তা কার্যকরের দাবি জানান। পথসভা শেষে আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপজেলা সদরে দলীয় নেতাকর্মী ও জনগনের মাঝে মিষ্টি বিতরণ করেন।