বাসস দেশ-৩০ : ছাত্রীকে যৌন হয়রানির দায়ে জাবির শিক্ষক বরখাস্ত

378

বাসস দেশ-৩০
জাবি-শিক্ষক-বরখাস্ত
ছাত্রীকে যৌন হয়রানির দায়ে জাবির শিক্ষক বরখাস্ত
সাভার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ সরকার ও রাজনীতি বিভাগের একজন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে একই বিভাগের একজন সহকারি অধ্যাপককে বরখাস্ত করেছে।
জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে গতকাল এক সিন্ডিকেট সভায় শিক্ষক সানোয়ার সিরাজকে বরখাস্তের এই সিদ্ধান্ত নেয়া হয়।
জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সচিব রমিনা কানিজ আজ বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর, সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের একজন শিক্ষার্থী সানোয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ওই বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে, ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করায় বিষয়টি নিয়ে ক্যাম্পাসে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে ২৫ সেপ্টেম্বর চেয়ারম্যান অধ্যাপক নাসরিন সুলতানা লিখিত অভিযোগটি ‘যৌন হয়রানি প্রতিরোধ সেল’ এ পাঠান।
প্রতিরোধ সেল অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অপসারণের জন্য সুপারিশ করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৯ সেপ্টেম্বর অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল প্রকার কার্যক্রম থেকে অপসারণের করে।
অভিযোগের সত্যতা পাওয়ায় জাবির সিন্ডিকেটে গতকাল তাকে বরখাস্ত করা হয়।
বাসস/সংবাদদাতা/অনু-এএএ/১৯০৬/আরজি