বাসস ক্রীড়া-১১ : তামিম-লিটন-তাইজুলের উন্নতি

90

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-র‌্যাংকিং
তামিম-লিটন-তাইজুলের উন্নতি
দুবাই, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : আইসিসি টেস্ট র‌্যাংকিংএর উন্নতি হয়েছে বাংলাদেশের তিন খেলোয়াড় তামিম ইকবাল, লিটন দাস ও তাইজুল ইসলামের।
সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ৪ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৩ রান করেন তামিম। ফলে ব্যাটসম্যান তালিকায় ৩২তম স্থানে উঠে এসেছেন তিনি।
সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন লিটন। ৪ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ২শ রান করেন তিনি। র‌্যাংকিংএ ৫৪তম স্থানে জায়গা করে নিয়েছেন লিটন।
বল হাতে সিরিজে বাংলাদেশের সেরা বোলার ছিলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল। ৩১৯ রান খরচায় ১২ উইকেট নেন। তাই বোলিং র‌্যাংকিংএ পাঁচ ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠে এসেছেন তিনি।
১৪ উইকেট নিয়ে সিরিজের সেরা বোলার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রাকিম কর্নওয়াল। তাই ক্যারিয়ারে প্রথমবারের মত বোলারদের র‌্যাংকিংএ শীর্ষ ৫০এ প্রবেশ করেছেন তিনি।
গতকাল সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানের বড় ব্যবধানে হারায় স্বাগতিক ভারত। ম্যাচে ভারতের হয়ে সেঞ্চুরি করেন রোহিত শর্মা, রবীন্দ্রন অশ্বিন। এতে র‌্যাংকিংএ উন্নতি হয়েছে রোহিত ও অশ্বিনের।
প্রথম ইনিংসে ১৬১ রান করা রোহিত নয় ধাপ এগিয়ে ১৪তমস্থানে উঠেন । দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করেন অশ্বিন। ১৪ ধাপ এগিয়ে ৮১তম স্থানে এখন অশ্বিন।
বাসস/এএমটি/১৮০৫/স্বব