বাসস দেশ-২৬ : দিনাজপুরে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য, শাড়ি ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার

110

বাসস দেশ-২৬
বিজিবি- দিনাজপুর
দিনাজপুরে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য, শাড়ি ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার
দিনাজপুর, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (বাসস): জেলার হাকিমপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে মাদকদ্রব্য, শাড়ি ও কসমেটিকস উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোররাত থেকে দুপুর ২টা পর্যন্ত বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ৫২৩ বোতল ফেন্সিডিল, ২২১ পিস ভারতীয় শাড়ী ও ১৭ প্রকার কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।
জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, আজ বুধবার ভোররাত থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে বুধবার সকাল ৮টার দিকে ভারতীয় বেনারশি ও দেবদাশ শাড়ি ২২১ পিস, ১৭ প্রকার বিভিন্ন ধরনের কসমেটিক্স ও বেকারিদ্রব্য উদ্ধার করা হয়।
অন্যদিকে, আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর উপজেলার মংল্লা বিওপি সংলগ্ন এলাকায় বিজিবি’র অভিযানে ৩৯৭ বোতল ফেন্সিডিল ও এককেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও বুধবার দুপুর ২টায় হাকিমপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে পরিত্যাক্ত ১২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি জানান, এসব ঘটনায় জেলার হাকিমপুর থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮০৫/-এমকে