প্রত্যেক সিরিজে গোলাপি বলের টেস্ট চান গাঙ্গুলী

771

নয়া দিল্লি, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : টেস্ট ম্যাচকে আরও বেশি জনপ্রিয়, আকর্ষনীয় এবং বাঁচিয়ে রাখতে হলে প্রত্যেক সিরিজে অন্তত একটি গোলাপি বলে টেস্ট ম্যাচ চান ভারতের সাবেক সফল অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি জানান, গোলাপি বলের ম্যাচ টেস্টকে আকর্ষনীয় করে তুলেছে। দর্শকরা গোলাপি বলের টেস্টের প্রতি আগ্রহী।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আহমাদাবাদে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ম্যাচটি দিবা-রাত্রির। ভারতের মাটিতে দ্বিতীয়বারের মত দিবা-রাত্রির টেস্ট হবে।
ঐ টেস্টকে সামনে রেখে গাঙ্গুলী বলেন, ‘আমি মনে করি, প্রত্যেক সিরিজে একটি করে গোলাপি বলের টেস্ট রাখা দরকার। প্রত্যেক প্রজন্মেই ক্রিকেট নানা ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে চলছে। টেস্ট ম্যাচে গোলাপি বল তেমনই এক পরিবর্তনের অঙ্গ। পাঁচ দিনের ক্রিকেটকে আকর্ষনীয় করে রাখতে গোলাপি বলের টেস্ট আয়োজন করা দরকার। আশা করছি, আহমাদাবাদে দর্শকে ভরা স্টেডিয়ামে গোলাপি বলের দিবা রাত্রির টেস্ট দর্শকরা দারুণ উপভোগ করবে।’
চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান গাঙ্গুলী। দিবা-রাত্রির টেস্ট নিয়ে দর্শকদের চাহিদা তুঙ্গে জানিয়ে গাঙ্গুলী বলেন, ‘ইতোমধ্যে আমদাবাদ টেস্টের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টেস্টের পরে টি-টুয়েন্টি সিরিজও দর্শকপূর্ণ থাকবে।’
গত মাসেই প্রথম হৃদরোগে আক্রান্ত হন গাঙ্গুলী। প্রথম দফায় একটি রিং পড়ানো হয়। পরবর্তীতে এক সপ্তাহ পর আবারো বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর আরও দু’টি রিং পড়ানো হয় গাঙ্গুলীর হৃদযন্ত্রে।
নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে গাঙ্গুলী বলেন, ‘এই মুহূর্তে আমি পুরোপুরি ফিট ও সুস্থ আছি। তাই কাজে ফিরেছি। শুরুতে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সবাই আমার অসুস্থতা নিয়ে যেমনটা চিন্তায় ছিলেন, অবস্থা ততটা গুরুতর ছিলো না।’