বাসস দেশ-২৫ : নীলফামারীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা

93

বাসস দেশ-২৫
নারী ও কন্যা শিশু- সহিংসতা
নীলফামারীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা
নীলফামারী, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় আজ করোনা পরিস্থিতিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।
শামিমা বেগম পপির সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবতী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমেদ আহসান হাবীব প্রমুখ।
সভায় বক্তারা করোনা পরিস্থিতিতে নারী ও কন্যাশিশুর প্রতি পারিবারিক সহিংসতা প্রতিরোধে সকল স্তরের সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮০০/-এমকে