বাসস ক্রীড়া-৫ : ‘অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে’ -লিভারপুল অধিনায়ক হেন্ডারসনের সতর্ক বার্তা

83

বাসস ক্রীড়া-৫
ফুটবল-চ্যাম্পিয়ন্স-লিভারপুল
‘অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে’ -লিভারপুল অধিনায়ক হেন্ডারসনের সতর্ক বার্তা
বুদাপেস্ট, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (বাসস/এএফপি): লিভারপুলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন বলেছেন, ‘অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে’। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে আরবি লিপজিগকে ২-০ গোলে হারানোর পর এমন মন্তব্য করেছেন তিনি। এর ফলে শেষ আটের পথে এক পা বাড়িয়ে রাখতে সক্ষম হল ইংলিশ চ্যাম্পিয়নরা।
বুদাপেস্টে অনুষ্ঠিত ম্যাচে লিভারপুলের হয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল দুটি করেছেন মোহাম্মদ সালাহ ও সাদিও মানে। খেলা শেষে হেন্ডারসন বিটি স্পোর্টসকে বলেন,‘ সামগ্রিকভাবে এটি ছিল সন্তোষজনক পারফর্মেন্স। একটি ভাল জয়। তবে আমরা মাত্র অর্ধেক কাজ সম্পন্ন করেছি। লড়াই অব্যাহত রেখে আমাদের অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে। গোটা মৌসুম জুড়ে আমাদেরকে অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে। আজ রাতে সঠিক পথে যাবার একটি ভাল ধাপ পার করেছি। তবে ভাল ফল পেতে হলে এটিকে ধরে রাখতে হবে।’
এই জয় জার্গেন ক্লপের শিষ্যদের পৌঁছে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে। একই ভাবে প্রিমিয়ার লিগে টানা পরাজয়ের বৃত্ত থেকেও বেরিয়ে এসেছে লিভারপুল। যে পরাজয়ের কারণে প্রিমিয়ার লিগের শির্ষ পয়েন্টধারী ম্যানচেস্টার সিটির চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে ক্লপ বিটি স্পোর্টসকে বলেন,‘ আমরা এমন খেলাই চেয়েছি। আজ রাতে এমন ম্যাচই আমাদের দরকার ছিল। লিপজিগ দানবীয় রূপ লাভ করতে পারতো। তাদের সেই রকম শারিরিক দক্ষতা রয়েছে। বুন্দেস লিগায়ও দুর্দান্ত ওই ক্লাব। আর আজ রাতে আমরা বিশেষ কৌশলে তাদের নিয়ন্ত্রন করেছি।’
বাসস/এএফপি/এমএইচসি/১৭৪০/স্বব