বাসস দেশ-৪ : নড়াইলে কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা

126

বাসস দেশ-৪
কর্মশালা
নড়াইলে কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা
নড়াইল, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় আজ বুধবার স্বাস্থ্য সেবা বিষয়ক কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি ও দেশ বিদেশে কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের আশ্রম রোডে কারিগরি ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কেয়ারগিভারস ইনষ্টিটিউট অব নড়াইলের উদ্যোগে বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা। কেয়ারগিভারস ইনষ্টিটিউট অব নড়াইলের নির্বাহী কর্মকর্তা আবু সিনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেয়ারগিভারস ইনষ্টিটিউটের অব নড়াইলের অধ্যক্ষ ফাতেমা ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সরোয়ার হোসেন রাশেদ, প্রধান প্রশিক্ষক মেজবাহ উদ্দিন বিশ্বাস, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাসিং সুপারভাইজার মোসা: রাজিয়া খানম,আরজিনা খানম, শাহানারা বেগম।
কর্মশালায় বক্তারা বলেন, কেয়ারগিভারস ইনষ্টিটিউট অব নড়াইলের কারিগরি শিক্ষা গ্রহণ করে একজন শিক্ষার্থী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে।এখান থেকে বিভিন্ন ট্রেডের ৬মাসের কোর্স সম্পন্ন করা দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে দেশ ও বিদেশে।এখানকার কোর্স সম্পন্ন করে দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, বৃদ্ধাশ্রম, নার্সিং হোম,প্যারালাইসিস সেন্টারে এবং সেবা গ্রহীতাদের হোমকেয়ার প্রদানের সুযোগ রয়েছে।কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত এবং কোর্সের সার্টিফিকেট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চাকুরিলাভ করা সম্ভব।সারা বাংলাদেশে কেয়ারগিভারস ইনষ্টিটিউট অব বাংলাদেশের ৫০টি শাখার মাধ্যমে শিক্ষাদান দেয়া হচ্ছে বলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান।
বাসস/এনডি/সংবাদদাতা/১২৪৫/নূসী