জয়পুরহাটের ১২৭ শিল্পী পেলেন প্রাধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা

255

জয়পুরহাট, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১২৭ শিল্পীর হাতে তুলে দেয়া হলো প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা হিসেবে ১২ লাখ ৭০ হাজার টাকার চেক। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলণায়তনে আয়োজিত বসন্ত উৎসব শেষে শিল্পীদের হাতে ওই চেক প্রদান করা হয়।
বসন্ত উৎসব-১৪২৭ উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মঙ্গলবার সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার। জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইশরাত ফারজানা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী। এ ছাড়াও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দফতরের প্রধান, সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সম্পাদক ও শিল্পীরা অংশগ্রহণ করেন। প্রথমে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা দলীয় নৃত্য ও সংগীত পরিবেশন করেন। পরে অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা কর্মসূচীর আওতায় করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত ১২৭ শিল্পীর প্রতিজনকে ১০ হাজার করে মোট ১২ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রণোদনা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান, শিল্পী সাধন চন্দ্র।