জয়পুরহাটে করোনার টিকা গ্রহণ করেছে ৮ হাজার ৭শ’ জন

227

জয়পুরহাট, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় করোনা প্রতিরোধ কর্মসূচীর আওতায় মঙ্গলবার পর্যন্ত টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৮ হাজার ৭শ’ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশের ন্যায় জয়পুরহাটেও করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জয়পুরহাট জেলায় অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ১৩ হাজার ৭০২ জন। মঙ্গলবার পর্যন্ত জেলায় ভ্যাকসিন গ্রহণ করেছেন ৮হ াজার ৭শ জন। এরমধ্যে মহিলা রয়েছেন ৩ হাজার ৯২ জন। উপজেলা ভিত্তিক টিকা গ্রহণকারীর সংখ্যা হচ্ছে জয়পুরহাট সদরে ৪ হাজার ৭১৬ জন, পাঁচবিবিতে ১ হাজার ৪০৯ জন, আক্কেলপুরে ৯৪১ জন, ক্ষেতলালে ১ হাজার ৮২ জন ও কালাই উপজেলায় ১ হাজার ৫২ জন। সারাদেশের ন্যায় প্রথম ডোজের টিকার জন্য সরকারি ভাবে জয়পুরহাট জেলার জন্য ২৪ হাজার ডোজ প্রদান করা হয়েছে। প্রথম দিকে টিকা গ্রহণকারীদের মধ্যে আগ্রহ কম থাকলেও বর্তমানে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এখন লাইন ধরে সাধারণ মানুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করছেন বলে জানান, সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী।