বাসস দেশ-৩১ : দিনাজপুরে বিজিবি’র অভিযানে মাদক, শাড়ি ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার

112

বাসস দেশ-৩১
বিজিবি-অভিযান
দিনাজপুরে বিজিবি’র অভিযানে মাদক, শাড়ি ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার
দিনাজপুর ১৬ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : জেলায় আজ বিরামপুর উপজেলায় ও হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের বিভিন্নস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে মাদক, শাড়ি ও কসমেটিক্স সামগ্রি উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোররাত থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজিবি সদস্যরা এসব সামগ্রি উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা যায়, জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের বিভিন্নস্থানে বিজিবি’র অভিযানে মদ, গাঁজা, ফেন্সিডিল, ভারতীয় শাড়ি ও কসমেটিক্স সামগ্রি উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, জেলার বিরামপুর উপজেলার ভাইগড় বিওপি ক্যাম্পের সুবেদার শওকত আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা খিয়ার মামুদপুর সড়কে একটি মাহেন্দ্র ট্রাক্টরে তল্লাশি করে ইঞ্জিনের ভিতর থেকে ২৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছেন, যার আনুমানিক মূল্য প্রায় ২১ লাখ দশহাজার টাকা।
জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ ফেরদৌস হাসান টিটো বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৩৩/এমকে