বাসস দেশ-১৬ : বান্দরবানে শিশু পার্ক উদ্বোধন

118

বাসস দেশ-১৬
শিশু পার্ক
বান্দরবানে শিশু পার্ক উদ্বোধন
বান্দরবান, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : বান্দরবান জেলা সদরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে শিশুদের বিনোদনের জন্য বান্দরবান শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলার সেগুন বাগিচা এলাকায় দেড় একর জায়গা উপর নির্মিত এ শিশু পার্কটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এ সময়, পৌর মেয়র মো: ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সরোয়ায়, বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, শিশুদের এ বিনোদন কেন্দ্রের কারণে শিশুদের একঘেঁয়েমি কেটে যাবে। শিশুদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের জন্য এ শিশুপার্ক অনেকটাই কাজে আসবে।
২০১৭ সালে এ শিশুপার্কটির কাজ শুরু হয়। পার্কটিতে সংযোজন করা হয়েছে, ঢেঁকি, দোলনা, পানির ফোয়ারা, শিশু কর্ণারসহ ছোট বড় রাইড।
বাসস/এনডি/সংবাদদাতা/১৫১০/নূসী