বাসস দেশ-৯ : কফি আনানের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননের শোক

168

বাসস দেশ-৯
আনান-মেনন- শোক
কফি আনানের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননের শোক
ঢাকা, ১৮ আগস্ট, ২০১৮ (বাসস) : জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুতে সমাজ কল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
জাতিসংঘের সাবেক মহাসচিব ও শান্তিতে নোবেল জয়ী কফি আনান ৮০ বছর বয়সে মারা গেছেন। অসুস্থ হয়ে পড়ার পর শনিবার তিনি মারা যান বলে তার নামের ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।
কফি আনান ছিলেন সংস্থাটির প্রথম কৃষ্ণাঙ্গ মহাসচিব, যিনি জাতিসংঘের এই শীর্ষ পদে দায়িত্ব¡ পালন করেছেন। তিনি ওই পদে ছিলেন ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত।
জাতিসংঘকে নতুনভাবে গড়ে তোলা এবং মানবিক কর্মকান্ডে ভূমিকার রাখার জন্য তিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার পান।
বাসস/সবি/এমএন/১৭৩০/কেজিএ