বাসস বিদেশ-৭ : টিকা কেলেঙ্কারীতে পেরুর পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

146

বাসস বিদেশ-৭
ভাইরাস-পেরু-রাজনীতি
টিকা কেলেঙ্কারীতে পেরুর পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
লিমা, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : সাধারণ জনগণের আগে সরকারি কর্মকর্তারা কোভিড-১৯ টিকা গ্রহন করেছেন বলে গুজব ছড়িয়ে পড়ায় পেরুর পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ অ্যাসটেট রোববার পদত্যাগ করেছেন।
সাগস্তির মন্ত্রিসভার দ্বিতীয় পদত্যাগকারী সদস্য হচ্ছেন অ্যাসটেট। এর আগে গত অক্টোবরে প্রাক্তন প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা করোনভাইরাস টিকা গ্রহন করেছেন বলে সংবাদপত্রে খবর প্রকাশের পর স্বাস্থ্যমন্ত্রী পিলার মাজেট্টি পদত্যাগ করেছিলেন।
রোববার এলিজাবেথ অ্যাসেটে টুইট বার্তায় বলেছেন, তাঁর পদত্যাগ আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগস্টি গ্রহন করেছেন। গত ২২ জানুয়ারি তার টিকা গ্রহণ করাকে এক ‘মারাত্মক ভুল’ বলে উল্লেখ করেছেন তিনি।
আমেরিকা টেলিভিশন চ্যানেলকে প্রেসিডেন্ট সাগস্টি বলেছেন যে, তিনি করোনা পরিস্থিতির বিষয়ে ক্ষুদ্ধ।
৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে ১২ লাখ লোক কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত এবং এতে প্রায় ৪৩ হাজার ৫শ’ লোকের মৃত্যু হয়েছে।
বাসস/ অনু- জেজেড/১৯৪৫/-শআ