বাসস দেশ-৪৬ : ব্রাহ্মণবাড়িয়ায় পানি পরীক্ষাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

133

বাসস দেশ-৪৬
পানি পরীক্ষাগার- ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় পানি পরীক্ষাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ব্রাহ্মণবাড়িয়া, ১৫ ফেব্রুয়ারি ২০২১(বাসস): জেলা সদরে আজ পানি পরীক্ষাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে শহরের পাইকপাড়া পানির ট্যাংকির কাছে পানি পরীক্ষাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, পানি পরীক্ষাগার ভবনটির নির্মান ব্যয় ৬০ লাখ টাকা ধরা হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভূইয়া ও সাধারন সম্পাদক এম. এ. এইচ মাহাবুবুল আলমসহ সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২১৫০/এমকে