বাসস দেশ-৪২ : চসিকের নতুন মেয়র রেজাউলের দায়িত্বগ্রহণ

105

বাসস দেশ-৪২
চট্টগ্রাম-মেয়র
চসিকের নতুন মেয়র রেজাউলের দায়িত্বগ্রহণ
চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী দায়িত্বভার গ্রহণ করেছেন।
নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সমাবেশ শেষে দুপুর ২ টায় আমবাগানস্থ কার্যালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)’র জনসংযোগ কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বলেন, তিনি আগামি পাঁচ বছরের জন্য মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অন্তর্বর্তীকালীন মেয়রের দায়িত্ব পালনকারী চসিকের প্রধান নির্বাহী কাজী মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল সাড়ে ১০ টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী আগামি পাঁচ বছরে সবার সহযোগে চট্টগ্রাম দেশের একটি মডেল টাউন হিসেবে গড়ে তোলার প্রত্যয় করে বলেন, নগরবাসির সহযোগিতায় চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘জাতির পিতার জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একজন বীর মুক্তিযোদ্ধাকে মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।’ তিনি বলেন, ‘এর আগে মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরী মেয়র ছিলেন। রেজাউল করিম চৌধুরী সমন্বয়ের মাধ্যমে কাজ করার ঘোষণা দিয়েছেন। আমরা সবার কাছে এ সমন্বয় প্রত্যাশা করি।’
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চুয়েট উপাচার্য ড. রফিকুল আলম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চবির সাবেক উপাচার্য ড. আনোয়ারুল আজিম আরিফ ও ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি মোহাম্মদ হারুন, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শেখ শফিউল আজম, আইইবির সভাপতি প্রবীর কুমার সেন, নগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু।
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। এখন চট্টগ্রামে টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শিল্পনগর, কক্সবাজার পর্যন্ত রেললাইন হচ্ছে। জনগণ জননেত্রীর উন্নয়নের ওপর আস্থা রেখেছেন বলে নৌকাকে ভোট দিয়ে জয়ী করেছেন। নগরবাসীর প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জনগণের এ আস্থার সুফল আমাদের দিতেই হবে। তবেই চট্টগ্রাম হবে আদর্শ নগরী।’
বাসস /জিই/কেএস/১৯৪৫/এএএ