বাসস দেশ-২২ : হিলি স্থলবন্দরে চলতি অর্থবছরের প্রথম ৭মাসে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ১২ কোটি টাকা রাজস্ব আদায়

94

বাসস দেশ-২২
হিলি স্থলবন্দর-রাজস্ব
হিলি স্থলবন্দরে চলতি অর্থবছরের প্রথম ৭মাসে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ১২ কোটি টাকা রাজস্ব আদায়
দিনাজপুর, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস): চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম সাতমাসে জেলার হাকিমপুর উপজেলায় অবিস্থিত হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার অতিরিক্ত প্রায় ১২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।
দিনাজপুর হিলি স্থলবন্দরে কাস্টমস-এর উপ-কমিশনার মো. সাইদুল আলম জানান, হিলি স্থলবন্দরে চলতি ২০২০-২০২১ অর্থবছরে গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাতমাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করে অতিরিক্ত প্রায় ১২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।
তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৬১ কোটি ২৫ লাখ টাকা এবং এ সময়ে ১৭৩ কোটি ৯ লাখ ৩২ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। অতিরিক্ত প্রায় ১২ কোটি টাকা রাজস্ব সরকারী কোষাগারে জমা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৫০/-এমকে