‘চিরশত্রু’ ভারতীয় ক্রিকেটের ভক্ত এখন ইমরান

467

লাহোর, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : গেল মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের বিরল কীর্তি গড়েছে ভারতীয় ক্রিকেট দল। গেল তিন-চার বছর ধরে বিশ্ব ক্রিকেটে ভারতের এমন সব সাফল্য অনেককেই মুগ্ধ করেছে। এবার ভারতীয় ক্রিকেটের প্রশংসায় মাতলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তার মতে, পরিকাঠামোগত উন্নয়নের কারনেই ভারতীয় দলকে বিশ্বের অন্যতম সেরা দলে রুপান্তর করেছে।
পরিকাঠামোগত উন্নতির কারণেই ক্রিকেট বিশ্বকে ভারতীয়রা আজ শাসন করছে উল্লেখ করে ইসলামাবাদে সাংবাদিকদের ইমরান বলেন, ‘ভারতের রয়েছে দুর্দান্ত পরিকাঠামো ও পরিকল্পনা। এই পরিকাঠামোর জন্যই ভারতীয় ক্রিকেট আজ বিশ্ব ক্রিকেট শাসন করছে। ক্রিকেট দুনিয়ায় আধিপত্য বিস্তার করে খেলছে। বড়-বড় সাফল্য পাচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে ৩৬ রানে অলআউট হবার পরও সিরিজ জয়, অবশ্যই প্রশংসনীয়।’
ভারত যে পথে এগোচ্ছে, এটিই সঠিক বলে জানান ইমরান। আর এভাবে চলতে থাকলে, বিশ্ব ক্রিকেটে আরও অনেক সাফল্য পাবে ভারত। তিনি বলেন, ‘ভারত সঠিক পথেই এগোচ্ছে। ভবিষ্যতে আরও দুর্বার দল হয়ে উঠবে তারা। ভারত এখন শুধু ব্যাটসম্যান বা স্পিন নির্ভর দল নয়। ভারত এখন পেসার নির্ভর দলও। ভারতের ক্রিকেটের উন্নতি চোখে পড়ার মত।’
ভারতের মত করে নিজ দেশের ক্রিকেটেও উন্নতি প্রয়োজন বলে অনুভব করছেন ইমরান। তিনি বলেন, ‘আমাদেরও ভারতের মত কাঠামো তৈরি করতে হবে। নতুন প্রতিভা খুঁজে বের করে গড়ে তুলতে কাজ শুরু করতে হবে। পাকিস্তানের ক্রিকেটেও অনেক প্রতিভা আছে। কিন্তু পরিকাঠামো ও পরিকল্পনার অভাব। তাই আমরা গেল দশ বছরে অনেক পিছিয়ে পড়েছি। আমরা ভারতের মতো বিশ্বসেরা দল হতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন শুরু হয়েছে। আমি মনে করি, আমরা যে ধরনের পদ্ধতিগত সংস্কার এনেছি, আগামী দুই-তিন বছরের মধ্যে ভালো ফল পাওয়া যাবে। আমরাও বিশ্বের অন্যতম সেরা দলে পরিণত হতে পারবো।’