টি-টুয়েন্টি সিরিজও জিতলো পাকিস্তান

396

লাহোর, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজও জিতলো স্বাগতিক পাকিস্তান। গতরাতে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান। দেশের মাটিতে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি খেলতে নেমেই জয়ের স্বাদ পেলো পাকিস্তান।
লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে পাকিস্তান। ৪৮ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ছয় ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠায় পাকিস্তানের বোলাররা। তবে ডেভিড মিলারের বিধ্বংসী ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রানের লড়াকু সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ৪৫ বলে অপরাজিত ৮৫ রান করেন কিলার খ্যাত মিলার। তার ইনিংসে ৫টি চার ও ৭টি ছক্কা ছিলো।
৩১ বলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ও এশিয়ার মাটিতে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিলার। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ ওভারে পাকিস্তানের ডান-হাতি পেসার ফাহিম আশরাফকে চারটি ছক্কা মারেন মিলার।
পাকিস্তানের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা লেগ-স্পিনার জাহিদ মাহমুদ ৪০ রানে ৩ উইকেট নেন।
১৬৫ রানের লক্ষ্যে শুরুটা ভালোই ছিলো পাকিস্তানের। ৬ ওভারে ৫১ রান তোলেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলি। দলের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও ১৭ ওভার শেষে ৬ উইকেটে ১৩৭ রান তুলে পাকিস্তান। শেষ ৩ ওভারে ২৮ রানের প্রয়োজন মিটিয়েছেন মোহাম্মদ নাওয়াজ ও হাসান আলি।
৭ বলে ২টি ছক্কা ও ১টি চারে অপরাজিত ২০ রান করেন হাসান। ১৮ রানে অপরাজিত থাকেন নাওয়াজ। এছাড়া অধিনায়ক বাবর আজম ৪৪ ও রিজওয়ান ৪২ রান করেন। দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসি ২৫ রানে ৪ উইকেট নিয়েও দলের হার রুখতে পারেননি।
ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের নাওয়াজ। সিরিজ সেরা হন পাকিস্তানের রিজওয়ান।