বাসস দেশ-১১ : সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

107

বাসস দেশ-১১
আবহাওয়া-পূর্বাভাস
সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে
ঢাকা, ১৫ ফেব্রুয়ারী, ২০২১ (বাসস) : সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০ শতাংশ। আর ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার।
আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৩১ মিনিটে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুন্ডে ৩১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
পূর্বাভাসে আরো বলা হয়, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বরিশালের খেপুপাড়ায় ৩০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা থাকবে পঞ্চগড়ের তেতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বাসস/সবি/এমএএস/১৫১০/-জেহক