বাসস ক্রীড়া-২০
ক্রিকেট-টেস্ট
সর্বোচ্চ উইকেট শিকারী কর্নওয়াল
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন সফরকারী দলের দীর্ঘদেহি অফ-স্পিনার রাকিম কর্নওয়াল। সিরিজ শুরুর আগে কর্নওয়ালকে আলোচনা ছিলো ব্যাপক। সিরিজ শেষে সেই আলোচনার কারনটা স্পষ্ট করলেন কর্নওয়াল।
৪ ইনিংসে ১৪ উইকেট নিয়েছেন কর্নওয়াল। চট্টগ্রাম টেস্টে নিজেকে মেলে ধরতে না পারলেও, ঢাকায় ম্যাচ সেরার পুরস্কার ঠিকই পেয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে ৯ উইকেট নেন কর্নওয়াল। প্রথম টেস্টে ৫ উইকেট ছিলো তার ঝুলিতে।
১২ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। ১০ উইকেট নিয়েছেন বাংলাদেশের মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের আরেক স্পিনার জোমেল ওয়ারিকানের শিকারও ১০ উইকেট।
সিরিজে এক ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারির তালিকায় পঞ্চমস্থানে আছেন বাংলাদেশের পেসার আবু জায়েদ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী :
বোলার ম্যাচ ইনিংস ওভার রান উইকেট গড় ইকোনমি
রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ) ২ ৪ ১৩১.২ ৩৭৪ ১৪ ২৬.৭১ ২.৮৪
তাইজুল ইসলাম (বাংলাদেশ) ২ ৪ ১৪৫.৩ ৩১৯ ১২ ২৬.৫৮ ২.১৯
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) ২ ৪ ১০০.০ ২৬১ ১০ ২৬.১০ ২.৬১
জোমেল ওয়ারিকান (ওয়েস্ট ইন্ডিজ) ২ ৪ ৯৫.২ ২৮৫ ১০ ২৮.৫০ ২.৯৮
আবু জায়েদ (বাংলাদেশ) ১ ২ ৩৮.০ ১৩০ ৬ ২১.৬৬ ৩.৪২
বাসস/এএমটি/২০৪৫/স্বব