বাসস ক্রীড়া-১৯ : সর্বোচ্চ রান মায়ার্সের, শীর্ষ পাঁচে বাংলাদেশের তিনজন

171

বাসস ক্রীড়া-১৯
ক্রিকেট-টেস্ট
সর্বোচ্চ রান মায়ার্সের, শীর্ষ পাঁচে বাংলাদেশের তিনজন
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : আজ শেষ হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই টেস্ট সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক সফরকরী দলের কাইল মায়ার্স। ৪ ইনিংসে ২৬১ রান করেছেন তিনি। এরমধ্যে একটি ডাবল-সেঞ্চুরি রয়েছে। যা ঐতিহাসিক হয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে, এমনকি মায়ার্সের ক্যারিয়ারেও।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে জয়ের ৩৯৫ রানের বিশাল টার্গেট পেয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। দলকে লক্ষ্যে পৌঁছাতে একাই লড়েছেন অভিষেক টেস্ট খেলতে নামা মায়ার্স। ম্যাচের চতুর্থ ইনিংসে খেলেছেন অনবদ্য ২১০ রান।
সিরিজ সেরা ওয়েস্ট ইন্ডিজের এনক্রুমার বোনার হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। নিজের অভিষেক সিরিজে ২টি হাফ-সেঞ্চুরিতে ৪ ইনিংসে ২৩১ রান করেন তিনি।
সিরিজে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তৃতীয় থেকে পঞ্চমস্থানে আছেন বাংলাদেশের লিটন দাস, মেহেদি হাসান মিরাজ ও অধিনায়ক মোমিনুল হক। ২টি হাফ-সেঞ্চুরিতে লিটন ২০০, ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে মিরাজ ১৯৮ রান করেন। ১টি সেঞ্চুরিতে ১৮৮ রান করেছেন মোমিনুল।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী :
ব্যাটসম্যান ম্যাচ ইনিংস রান গড় হাফ-সেঞ্চুরি সেঞ্চুরি
কাইল মায়ার্স (ওয়েস্ট ইন্ডিজ) ২ ৪ ২৬১ ৮৭.০০ ০ ১
এনক্রুমার বোনার (ওয়েস্ট ইন্ডিজ) ২ ৪ ২৩১ ৫৭.৭৫ ২ ০
লিটন দাস (বাংলাদেশ) ২ ৪ ২০০ ৫০.০০ ২ ০
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) ২ ৪ ১৯৮ ৪৯.৫০ ১ ১
মোমিনুল হক (বাংলাদেশ) ২ ৪ ১৮৮ ৪৭.০০ ০ ১
বাসস/এএমটি/২০৩৫/স্বব